বৃহস্পতিবার রাতে ললিত মোদীর প্রকাশিত হয় একটা ট্যুইট।সাবেক ‘বিশ্বসুন্দরী’ সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন! সেই ট্যুইট ঘিরেই গোটা সংবাদ জগতে আলোড়ন সৃস্টি হয়। তাদের ঘিরে নানা গুঞ্জন চলতে থাকে । নিজেদের মতো করে সম্পর্কের সমীকরণের ভাব প্রকাশ করেছেন ললিত ও সুস্মিতা। কিন্তু কী বলছেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমান শল!!
সুস্মিতার প্রাক্তন প্রেমিক বলেন, “ওঁরা যেন খুশিতে থাকে। ভালবাসা সুন্দর। আমি একটুকুই জানি, যদি ওঁর কাউকে পছন্দ হয়, তার মানে তিনি অমূল্য!”
কেবল প্রাক্তন প্রেমিক নয়, মুখ খুলেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেনও । বোনের জীবনে হঠাৎ ঘটে যাওয়া এই বিষয় নিয়ে তিনি বলেন, “আমি স্তম্ভিত। কিছু বলার আগে দিদির সঙ্গে কথা বলব। এই বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি কিছু বলতে পারব না।”
বৃহস্পতিবার হঠাৎই, সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।
বৃহস্পতিবার রাতে ললিত মোদীর প্রকাশিত হয় একটা ট্যুইট।সাবেক ‘বিশ্বসুন্দরী’ সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন! সেই ট্যুইট ঘিরেই গোটা সংবাদ জগতে আলোড়ন সৃস্টি হয়। তাদের ঘিরে নানা গুঞ্জন চলতে থাকে । নিজেদের মতো করে সম্পর্কের সমীকরণের ভাব প্রকাশ করেছেন ললিত ও সুস্মিতা। কিন্তু কী বলছেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমান শল!!
সুস্মিতার প্রাক্তন প্রেমিক বলেন, “ওঁরা যেন খুশিতে থাকে। ভালবাসা সুন্দর। আমি একটুকুই জানি, যদি ওঁর কাউকে পছন্দ হয়, তার মানে তিনি অমূল্য!”
কেবল প্রাক্তন প্রেমিক নয়, মুখ খুলেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেনও । বোনের জীবনে হঠাৎ ঘটে যাওয়া এই বিষয় নিয়ে তিনি বলেন, “আমি স্তম্ভিত। কিছু বলার আগে দিদির সঙ্গে কথা বলব। এই বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি কিছু বলতে পারব না।”
বৃহস্পতিবার হঠাৎই, সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।