সোহাগ মিয়া হবিগঞ্জ প্রতিনিধিঃ
সাংবাদিকরা,সরকারী,বেসরকারী,প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর সচিবালয়ে যেকোনো জায়গায় তথ্য খুঁজতে গিয়ে,হুমকি,ধামকি,অপমান,অপদস্ত,নাজেহাল।
সাংবাদিকদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে বলে সাংবাদিকদের নির্ভয়ে দেশের জন্য কাজ করার জন্য বলেছেন।সাংবাদিকদের পাশে থাকার জন্য দেশের প্রতিটি জেলা ও উপজেলার সকল থানা ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ বিপিএম(বার)।
আইজিপি আরও বলেন,সাংবাদিকরা সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর সচিবালয়ে যেকোনো জায়গায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হুমকি ধামকি আপমান অপদস্ত নাজেহাল হবেন সেই সকল প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে সকল থানা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।
তিনি বলেন,সাংবাদিকরা ভয় পাবেন না আপনাদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে,আপনারা নির্ভয়ে দেশের জন্য কাজ করে যান।কেউ বাঁধা দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।