কুমিল্লার সদর দক্ষিন উপজেলার আওয়ামিলীগের কার্য্লয়ে সাংবাদিক আব্দুল হান্নানের সাথে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সাধারন সম্পাদক জনাব হাজী আব্দুল রহিমের সৌজন্য সাক্ষাতকারে দেশের রাজনীতির বিভিন্ন বিষয় আলোচনা ও মত বিনিময় করে।এ সময় তিনি বলেন আমি , আমার পরিবার আওয়ামিলীগের জন্মলগ্ন থেকে আমরা আওয়ামিলীগ করি , আমি আওয়ামিলীগ নীতির উপর বিশ্বাসী।আমি শেখ মুজিবর রহমানের আদর্শ্ নিয়ে রাজনীতি করি।আমি ব্যাক্তি কারো দল করি না। আমি ছাত্র জীবন থেকে বঙ্গুবন্ধুর আদর্শ্ নিয়ে চলি , এবং তার আদর্শ্কে ভালবাসী,আমি তারই আদর্শ্ নিয়ে বাঁচতে চায়।তার সুযোগ্য কন্যা শেখ হাছিনা ক্ষমতায় এসে দেশের মানুষ শান্তিতে আছে ।দেশে উন্নয়ন হয়েছে যা ইতিপূর্বে কোন সরকার আসলে হয়নি।সাংবাদিক হান্নান জানতে চান আপনি কি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে দেখেছেন ,তিনি বলেন হাঁ দেখেছি।তা ছাড়া তিনি বলেন আমি বঙ্গবন্ধুকে বুকের ভিতর ধারণ করে রেখেছি।যত দিন বেঁচে থাকি আমি আমার উপজেলার মা মাটির মানুষের সাথে এক সুতায় গেতে থাকব।তাছাড়া মৃত্যুর আগ পর্য্ন্ত জয় বাংলার স্লোগান মুখে নিয়ে বেঁচে থাকব।এ সময় আব্দুল হান্নানের সাথে উপস্থিত ছিলেন সুশিল চন্দ্র মজুমদার।