ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ৬৪৮ ইয়াবাসহ মিরাজ শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপরে ফরিদপুরের আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাজীর বল্লভদী থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর কুন্ডু বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।