জেলা প্রতিনিধিঃ
একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।” একজনের ব্যক্তিত্ব বা ভবিষ্যৎকে সঠিক এবং সুন্দর রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুর বা শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। শুধুমাত্র একজন শিক্ষকই একজন ব্যক্তিকে জীবনের সঠিক পথ বেছে নেওয়ার বুদ্ধি , আদেশ বা উপদেশ দিতে পারেন। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠার এটাই একমাত্র পথ। এই কারণেই আমাদের দেশে শিক্ষকদের সম্মান করা হয় এবং তাদের পিতামাতার চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে, শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল আহমেদ এর নেতৃত্বে শোভাযাত্রাটি সিরাজগঞ্জ সরকারি কলেজ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া স্কুল প্রাঙ্গনে শেষ হয়।
শোভাযাত্রায় সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ শফীউল্লাহ, সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ আফসার আলী, সহকারী শিক্ষা পরিদর্শক যথাক্রমে মোঃ শফিকুল ইসলাম, রবিউল হাসান মন্ডল সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
“একটি বই, একটি কলম, একটি শিশু এবং শিক্ষকের গুরুত্ব বোঝাতে, বাংলাদেশে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয়।