চট্টগ্রাম ( এস এস সাদমান)
একটা মেয়ে জানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে কতটা হেরেজমেন্টের শিকার হতে হয়।আর কোনো কারণে মার্কেট দিয়ে গেলে তো কোনো কথাই নেই। এ সীতাকুণ্ড তে স্কুল, কলেজ, আরো অন্যান শিক্ষা প্রতিষ্ঠান আছে বিভিন্ন কলেজের ছাত্রীরা ইভটিজিং শিকার হতে হয় সব সময়, এ ইভটিজিং করে থাকেন এক দল কিসোর গ্যাং, বাংলাদেশ ২৪ নিউজের বার্তা সম্পাদক এস এস সাকলাইন সাদমান কে সাধারণ শিক্ষার্থীরা জানান আমারা প্রতিনিয়ত এ সমস্যা মুখে পড়তে হয় কিন্তু কেউ ভয়ে কিছু বলেন না। সাধারণ জনগণের কাজ থেকে জানতে চাইলে তারা বলেন তারা বড় কিশোর গ্যাং তাদের কিছু বলতে গেলে তারা মারধর করার জন্য চলে আসে, আমরা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপার টা দেখার জন্য।