লেখকঃ ছোয়াব মাষ্টার।
ধান খাইল কাকে, ব্যাঙ্গের গলায় রশি
মনটারে কেমনে বুঝাই বল গো মাসি।
মনিরুজ্জামান মনির মাষ্টার সুন্দরপুর নিবাসী
শ্বান্ত-স্বভাবের ভদ্রলোক সে, জানে এলাকাবাসী।
কার ও সাথে নেই তার কোন রেষারেষি
আপন পর সকলের সাথে থাকে মিলেমিশি।
তার বাড়ির চতুর্দিকে আছে যত প্রতিবেশী
কার ও সাথে কোনদিন হয়নি মন কষাকষি।
এমন একজন নিখুঁত ভদ্রলোক কোন দোষে দোষী
এ কথা আমি ভাবি দিবানিশি।
লেখালেখির ইচ্ছা নেই এর চেয়ে বেশি
সুন্দরপুরের সকল মানুষকে সমভালবাসি।
সুন্দরপুরের অন্ধকার আকাশে উদয় হোক শশী
চলমান বিবাদ মিমাংসা হবে বলে আমি প্রত্যাশী।
প্রতিবেশী হতে পারে না প্রতিবেশীর বিনাশী!
নির্দোষ ব্যাক্তিকে দোষী করা মর্মস্পর্শী।
সুন্দরপুর এলাকায় অবশ্যই আছে একজন না একজন মহামনস্বী
মহামনস্বীর দ্বারা সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাসী।