তৌহিদুল ইসলাম তৌহিদ
মানুষ তার স্বপ্নে হাসে স্বপ্নে ভাসে,ভাসে তার মনের ক্লেশ
সবকিছু মিলিয়ে যেন, এই আছি এই বেশ।
সব দুঃখ মোচন হলেও হয়না যেন এর শেষ !!
সকাল সকাল উঠেই তার নতুন দুঃখের উন্মেষ।
দুঃখের লাগাম টেনে যেন সুখের দেখা পাই,
দুঃখ সুখের মাঝেই যেন তোমার সত্তা চাই।
জীবনে নামের রেলগাড়িতে, একদিন ছুটে যাবো তোমার বাড়িতে,
তখন নাহয় অপেক্ষা করো তোমার স্বপ্নের মাঝ সিঁড়িতে।