সোহাগ মিয়া হবিগঞ্জ প্রতিনিধি ঃ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।
এদিকে রাত ১২ টার পর থেকেই জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে এমন খবরে হবিগঞ্জ জেলার ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের ভীড় লক্ষ্য করা গেছে। তেলের দাম বাড়ার খবরে অনেকেই জ্বালানি তেল নিতে হাজির হয়েছেন। অনেক জায়গায়, তেল না পেয়ে ফিরে গেছেন মন খারাপ করে বাইকাররা।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালকেরা। এক বাইকার প্রতিবেদক কে জানান , এগুলো কি শুরু হলো দেশে, আমরা কি আর বাইক চালাতে পারবো না? জ্বালানির অবস্থা মারাত্মক পর্যায়ে পৌছেছে।