সোহাগ মিয়া, হবিগন্জ(মাধবপুর),প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলাধীন,শাহজীবাজার(দরগাহ গেইট) সংলগ্ন স্কয়ার কোম্পানির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে ইমা(লেগুনা)গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২ জুলাই,২০২২ সন্ধা ৭ টার দিকে ইমা(লেগুনা)গাড়ি নিয়ে ড্রাইভার মোঃ নাঈম মিয়া গ্যাসফিল্ড থেকে অলিপুর যাওয়ার পথে শাহজীবাজার স্কয়ার কোম্পানির কাছে পার্কিং করা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে পিছন দিকে ধাক্কা লাগিয়ে দেন তিনি।এতে, ইমা(লেগুনা)গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।চালক সহ গাড়িতে থাকা যাত্রীরা আহত হন।আহতরা হলেন,ড্রাইভার মোঃ নাঈম মিয়া(১৬),মোঃ রায়হান মিয়া(১৬),মোঃপিন্টু(২২), মোঃজাকির(২২)।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এলাকাবাসীরা জানান,যাত্রীবাহী গাড়ি চালকদের অধিকাংশই লাইসেন্স বিহীন,অপ্রাপ্তবয়স্ক। এদের কারনেই এরকম দূর্ঘটনার শিকার হন যাত্রীরা।আর ও বলেন,বিভিন্ন কোম্পানীর গাড়িগুলো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়।তাই বিভিন্ন সময়ে দূর্ঘটনা হয়েই থাকে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইমা(লেগুনা)গাড়িটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
সোহাগ মিয়া, হবিগন্জ(মাধবপুর),প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলাধীন,শাহজীবাজার(দরগাহ গেইট) সংলগ্ন স্কয়ার কোম্পানির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে ইমা(লেগুনা)গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২ জুলাই,২০২২ সন্ধা ৭ টার দিকে ইমা(লেগুনা)গাড়ি নিয়ে ড্রাইভার মোঃ নাঈম মিয়া গ্যাসফিল্ড থেকে অলিপুর যাওয়ার পথে শাহজীবাজার স্কয়ার কোম্পানির কাছে পার্কিং করা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে পিছন দিকে ধাক্কা লাগিয়ে দেন তিনি।এতে, ইমা(লেগুনা)গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।চালক সহ গাড়িতে থাকা যাত্রীরা আহত হন।আহতরা হলেন,ড্রাইভার মোঃ নাঈম মিয়া(১৬),মোঃ রায়হান মিয়া(১৬),মোঃপিন্টু(২২), মোঃজাকির(২২)।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এলাকাবাসীরা জানান,যাত্রীবাহী গাড়ি চালকদের অধিকাংশই লাইসেন্স বিহীন,অপ্রাপ্তবয়স্ক। এদের কারনেই এরকম দূর্ঘটনার শিকার হন যাত্রীরা।আর ও বলেন,বিভিন্ন কোম্পানীর গাড়িগুলো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়।তাই বিভিন্ন সময়ে দূর্ঘটনা হয়েই থাকে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইমা(লেগুনা)গাড়িটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।