সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধি ঃ
হবিগঞ্জের মাধবপুর থেকে মোঃ তফছির মিয়া নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ঘটনার ২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তার মাসহ ভাই-বোনেরা। পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন তাকে। অপরিচিত কাউকে দেখলেই জানতে চান সন্তানের সন্ধান। এ ঘটনায় এলাকার মাঝেও বিরাজ করছে আতংক।
নিখোঁজ যুবকের পরিবারসূত্রে জানা যায়, উপজেলাধীন বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃজলিল মিয়ার ছেলে মোঃ তফছির মিয়া। মোঃ তফছির স্থানীয় পেট্রোবাংলার একটি কোম্পানিতে কাজ করতেন। রবিবার (১১সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকাল ৮ঘটিকার দিকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে আসে। এরপর থেকে সে আর ফিরে আসেনি।
নিখোঁজ তফছিরের মা মোছাঃ সুফিয়া খাতুন জানান, ৪ ছেলে,১ মেয়ের মাঝে তফছির সবার বড়। বড় ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায় হয়ে পড়েছেন। শুধু বিলাপই যেন তার সম্বল হয়ে উঠেছে।
তফছির নিখোঁজের খবর পাওয়ার পর থেকে এলাকার মাঝে আতংক দেখা দিয়েছে। তারা জানান, তফছিরকে তারা বিভিন্ন স্থানে খুঁজছেন, এখনও খোঁজছেন। তফছিরের অনেক শুনামের কথা শুনতে পাওয়া যায়।তাকে না পাওয়াতে এলাকাবাসীরা ও আতংকিত হয়ে পড়েছেন।