হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন হবিগঞ্জ-৩ (মাধবপুর-চুনারুঘাট-বাহুবল) নির্বাচনী এলাকার সদস্য পদপ্রার্থী ডিপ্লোমা কৃষিবিদ, সৈয়দা রাহেলা মারুফ সিঁথি।
সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ
আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন হবিগঞ্জ-৩ (মাধবপুর-চুনারুঘাট-বাহুবল) নির্বাচনী এলাকার ভোটারদের ভোটাধিকারের মাধ্যমে একমাত্র সৈয়দা রাহেলা মারুফ সিঁথি- বিজয়ী হলে পূর্বের তুলনায় জেলা পরিষদের মাধ্যমে জেলার সংরক্ষিত আসনে সার্বিক উন্নয়ন হবে বলে মনে করেন ভোটার জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।
সৈয়দা রাহেলা মারুফ সিঁথি-মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা, ঢাকা জজ কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকীর সহধর্মিণী।
২৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা নিয়ে তার নির্বাচনী এলাকা।ব্যক্তিগত জীবনে ২ কন্যা সন্তানের জননী সৈয়দা রাহেলা মারুফ সিঁথির জন্ম গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামে।সেন্ট-মেরিস গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করার পর ঢাকা এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কৃষিতে ডিপ্লোমা লাভের পর ২০০৮ সালে দেওয়ান মারুফ সিদ্দিকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিঁথি।
পেশায় আইনজীবী হয়েও সার্বক্ষণিক রাজনীতিতে স্বামীর সক্রিয় উপস্হিতি ও অংশগ্রহন সিঁথিকেও রাজনীতির মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগে অনুপ্রাণিত ও উদ্ধুদ্ধ করেছে বলে জানান তিনি। সৈয়দা রাহেলা মারুফ-সিঁথির ইচ্ছা রাজনীতির মাধ্যমে মানবকল্যানে নিজেকে নিয়োজিত করে মানুষের ভালোবাসা আর দোয়া নিয়ে জীবন চলার পথে সামনের দিকে এগিয়ে যাওয়া।
তাই আসন্ন হবিগন্জ জেলা পরিষদ নির্বাচনে হরিণ মার্কায় সদস্য পদপ্রার্থী নির্বাচিত করার জন্য তিনি,তাঁর নির্বাচনী হবিগঞ্জ-(মাধবপুর-চুনারুঘাট-বাহুবল) এলাকার সকল সম্মানিত জনপ্রতিনিধি ভোটার সহ শুভাকাঙ্ক্ষীদের দোয়াও সহযোগিতা কামনা করেছেন।