সোহাগ মিয়া, (মাধবপুর) হবিগন্জ প্রতিনিধিঃ
টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী। হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট। এছাড়াও অপর প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ হবিগঞ্জের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ ভোট।
সোমবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ডা. মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান।