সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইশরাত জাহান প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ছাদিকুল ইসলাম। প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী (ঘোড়া), জাতীয় পার্টির অ্যাডভোকেট মোল্লা আবু নাঈম মোঃ শিবলী খায়ের (আনারস), কৃষক শ্রমিক জনতা পার্টির অ্যাডভোকেট মোঃ নূরুল হক (চশমা) প্রতিক পেয়েছেন। সংরক্ষিত ১নং ওয়ার্ড বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ উপজেলার সদস্য পদে মোছাঃ ফেরদৌস আক্তার ঠাকুর (হরিণ), রাহেলা হক (ফুটবল) ও রিশিন আক্তার (দোয়াত কলম)। সংরক্ষিত ২নং ওয়ার্ড হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ উপজেলার সদস্য পদে মোছাঃ সাবেরা সুলতানা হ্যাপি (হরিণ), শাম্মী আক্তার সুমি (মাইক) ও সৈয়দা শরীফা আক্তার (ফুটবল)। সংরক্ষিত ৩নং ওয়ার্ড বাহুবল, মাধবপুর, চুনারুঘাট উপজেলার সদস্য পদে ফাতেমা তুজ জোহরা রিনা (মাইক), মোঃ তান্নি আক্তার (টেবিল ঘড়ি), রাহেলা খাতুন (হরিণ) ও সালেহা বেগম (ফুটবল)। সাধারণ সদস্য ১নং ওয়ার্ড আজমিরীগঞ্জ উপজেলার সদস্য পদে জিয়াউর রহমান (ঘুড়ি), প্রসেনজিৎ সরকার (তালা), ভাস্কর জ্যোতি দাস (টিউবওয়েল), মোহাম্মদ ফেরদৌস মিয়া (হাতি) ও শাহ মোঃ বাহা উদ্দিন সেলিম (বৈদ্যুতিক পাখা)।
২নং ওয়ার্ড বানিয়াচং উপজেলার সদস্য পদে মোঃ আসিক মিয়া (হাতি), মোঃ ইমরান মিয়া (তালা), মোঃ ছায়েব আলী (টিউবওয়েল) ও শাহাব উদ্দিন (ঘুড়ি)।
৩নং ওয়ার্ড নবীগঞ্জ উপজেলার সদস্য পদে আব্দুল মতিন আছাব (হাতি), মোঃ আব্দুল মুহিত (অটোরিক্সা) ও শেখ মোঃ শফিকুজ্জামান (টিউবওয়েল)।
৪নং ওয়ার্ড লাখাই উপজেলার সদস্য পদে জাহিদুল ইসলাম রহিম (ঘুড়ি), ফারুক আহমেদ (হাতি), মোঃ জসিম উদ্দিন (তালা) ও শফিউল আলম (টিউবওয়েল)।
৫নং ওয়ার্ড হবিগঞ্জ সদর উপজেলার সদস্য পদে মোঃ আব্দুল মুকিত (হাতি), মোঃ দেওয়ান মিয়া (তালা) ও নূরুল আমিন ওসমান (অটোরিক্সা)।
৬নং ওয়ার্ড শায়েস্তাগঞ্জ উপজেলার সদস্য পদে আব্দুল্লাহ সর্দার (হাতি), মোহাম্মদ জালাল উদ্দিন (তালা), মোঃ আব্দুল আজিজ (অটোরিক্সা) ও মোঃ জাকির হোসেন মাফুজ (টিউবওয়েল)।
৭নং ওয়ার্ড বাহুবল উপজেলার সদস্য পদে আলাউর রহমান সাহেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৮নং ওয়ার্ড মাধবপুর উপজেলার সদস্য পদে মোঃ মিজানুর রহমান (তালা) ও সৈয়দ মোঃ শামীম আনোয়ার (তালা)।
৯নং ওয়ার্ড চুনারুঘাট উপজেলার সদস্য পদে শামসুজ্জামান শামীম (অটোরিক্সা), মোঃ আইয়ুব আলী (তালা) ও মোঃ দুলাল ভূইয়া (হাতি)।