সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ
হবিগন্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে জগদীশ চন্দ্র দাস (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯জুলাই) দুপুর ৩ টার দিকে শাহজীবাজার রেল স্টেশনের অদূরে গ্যাসফিল্ড মানিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার জৈন্তুই গ্রামের যতীন্দ্র চন্দ্র দাসের ছেলে জগদীশ চন্দ্র দাস দীর্ঘদিন যাবৎ শাহজিবাজার রাবার বাগানে কর্মরত ছিলেন।গ্যাসফিল্ড,মানিকপুর রেললাইনের পাশেই পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন জগদীশ।
জানা যায়, দুপুর ৩ টার দিকে বিদুৎ না থাকায় গরমে অতিষ্ট হয়ে বাসার কাছে রেল লাইনে শরীরে বাতাস লাগানোর জন্য রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন (৯৫১)দেখে তিনি দ্রুত লাইনের ওপর থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অসাবধানতাবশত জগদীশ লাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহজীবাজার রেলওয়ে স্টেশন মাষ্টারকে মুঠোফোনে কল করলে তিনি জানান,আমি এখনো এ ব্যাপারে কিছু জানি না।
জগদীশ চন্দ্র দাসকে তার আত্মীয় স্বজনরা এসে নিজ বাড়ি নবীগঞ্জে নিয়ে যান। এতে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর সুরতহাল দেখার জন্য লাশ পুনরায় ফেরত আনা হয় শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায়।