সোহাগ মিয়া, (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ
রবিবার (২৩ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলাধীন গ্যাসফিল্ড মানিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে পথচারী মোঃ আব্দুল গনি (৩২) মারা যায়। নিহত আব্দুল গনি নাসিরনগর উপজেলার পূর্ব বাগ এলাকার মোঃ জমসর আলীর পুত্র। জানা যায়, তিনি বড় ভাই মোঃ উসমান মিয়ার সাথে ব্যাবসার কাজে সহযোগিতা করার জন্য গ্যাসফিল্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। মোটরসাইকেল আরোহীদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পথচারী মোঃ আব্দুল গনি বাজার করে বাসায় ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির (ঢাকা মেট্রো ল-৫৮৪৫৫৮) মোটরসাইকেল টি তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই জন সহ মোঃ আব্দুল গনি গুরুতর আহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগন্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মটরসাইকেল টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।