চিত্র নায়ক আদনান আদি অভিনীত রোমান্টিক অ্যাকশন সিনেমা “আমি তোমার রাজা তুমি আমার রানী” সিনেমাটি এখন প্রায় প্রতিটি হলে হাউসফুল ।সিনেমাটি রিলিজ এর পর থেকে গুলশান সিনেমা হল এ এখন পর্যন্ত রাজত্ব করছে।নারায়ণগঞ্জ এ দুই সপ্তাহ চলে ছবিটি আয় করেছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ,সিনেমা প্লেস চট্টগ্রাম হল থেকে দুই সপ্তাহে যায় করেছে এক লক্ষ নব্বই হাজার টাকা ,নারায়ণগঞ্জ রুপালি সিনেমা হলে আট সপ্তাহ ধরে চলে রেকর্ড সৃস্টি করে আয় করেছে প্রায় সাত লক্ষ টাকারও বেশি।দর্শক সিনেমাটি এতই পছন্দ করছে যে বিভিন্ন সিনেমা হল হুমড়ি খেয়ে পড়ছে সিনেমাটি নেওয়ার জন্য।খুব শিগ্রহি সিনেমাটি রংপুর ,যশোর ,শেরপুর গোলাপগঞ্জ সহ আসছে বিভিন্ন প্রেক্ষাগৃহে۔এ প্রসঙ্গে চিত্র নায়ক۔ আদনান আদি বলেছেন ,আমি অনেক অভিভূত যে আমার অভিনীত সিনেমাটি দর্শক গ্রহণ করেছে এবং এর হলের সংখ্যা আরো বেড়ে গিয়েছে।কিছুদিন আগেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা তেমন ভালো ছিল না,হল মালিকরাও হতাশ ছিলেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের সিনেমার মাদ্ধমে বাংলা সিনেমা আবার ঘুরে দাড়িয়েছে এবং আশা করি সামনে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি আরো উন্নতির দিকে যাবে।