বখতিয়ার সালমান(হাটহাজারী প্রতিনিধি)
“বাংলাদেশ গাউছিয়া কমিটি” হাটহাজারী উপজেলা শাখা কতৃক আয়োজিত সুন্নী সম্মেলনে উপস্থিত হয়েছেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ পাকিস্তানি। প্রতিবছর ১২রবিউল আওয়াল উনি চট্টগ্রাম নগরে আসলেও এবার আসছেন বিভিন্ন উপজেলায়। আজ ১৫অক্টোবর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিতব্য সুন্নী সম্মেলনে দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন। উনাকে দেখার জন্য ভীড় জমিয়েছেন লাখো ভক্ত। চট্টগ্রাম-নাজিরহাট রোড সহ আশেপাশের রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম ছিলো। সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি সহ অসংখ্য নেতৃবৃন্দ। বেশ কয়দিন আগে প্রতিবারের ন্যায় এবারো চট্টগ্রাম শহরে আসলে লাখ লাখ ভক্তের সমাগম হয় সেখানে। দিনব্যাপী আনন্দ র্যালির মধ্য দিয়ে রাসূলের জন্মদিন উদযাপন করেন ধর্মভীরু মুসলমানদের একাংশ। সুন্নীয়া আলীয়া মাদ্রাসার কেন্দ্রস্থল চট্টগ্রামের বিবিরহাট এলাকায় এই আয়োজন হয়। ধর্মীয় মতভিন্নতার কারণে হচ্ছে আলোচনা সমালোচনাও। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী সহ আরো অসংখ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মতাবলম্বী ধার্মিক রয়েছে চট্টগ্রাম অঞ্চলে৷ বার আউলিয়া, বায়েজিদ বোস্তামী, মাইজভান্ডারি সহ অসংখ্য পীর আউলিয়ার পুণ্যভূমি বলা হয় এই চট্টগ্রামকে। তাই ধর্মের যথেষ্ট প্রভাব রয়েছে এখানে। প্রতিবছর অসংখ্য ধর্মীয় সম্মেলনে দেশবিদেশের বিভিন্ন জায়গা থেকে আলেম উলামারা আমন্ত্রিত হন এখানে। তারই ধারাবাহিকতায় সৈয়দ তাহের শাহ’র আগমন। বলা হয়ে থাকে সৈয়দ মুহাম্মদ তাহের শাহ নবীজির বংশধর।