মোঃ বখতিয়ার উদ্দিন (হাটহাজারী প্রতিনিধি)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রকিবুল ইসলাম চৌধুরী তুষার (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তুষার গড়দুয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহতর বাড়ির ডাঃ রফিকুল ইসলামের পুত্র। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে তুষার নিজের রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভাঙে এবং তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্থানীয় একটি ক্রিকেট ক্লাব থেকে তাকে বাদ দেওয়ার অভিমানে আত্মহত্যা করেছে ক্রিকেটপ্রেমী এই যুবক।