মোঃ বখতিয়ার উদ্দিন (হাটহাজারী প্রতিনিধি)
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন চারিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই রাস্তা৷ আট শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীর নিত্যদিনের আসা-যাওয়ার পথ এটিই।
বিদ্যালয়ের আশেপাশে গ্রামের কয়েকহাজার মানুষের বাজারমুখি চলাচলের রাস্তাও এটি। আনুমানিক ৫০০মিটার দৈর্ঘ্যের এই রাস্তার পুরোটাই প্রায় কাঁচা। মাঝখানের কিছু অংশে ইট বেছানো হলেও রাস্তার দুইপাশের ঢালু জায়গায় পর্যাপ্ত পরিমাণ মাটি কিংবা দেয়ালের অভাবে এবড়ো-খেবড়ো হয়ে গেছে সেগুলিও। বর্ষা এলেই একেবারে বেহাল দশা। রাস্তায় পিচ্ছিলে পড়া, জামাকাপড় নষ্ট হওয়া, এসব তাঁদের নিত্যদিনের গল্প।
অনেকবার এই রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কোনো সুরেখা হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কের।
পত্রিকায় লেখালেখি, জেলা পরিষদে আবেদন সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানানো হয়েছিলো অনেকবার। কিন্তু দুঃখজনক যে, এই সরকারের আমলে চারিদিকে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হলেও এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক কারো নজরে আসছে না।