সাদমান—-
তাহিয়্যাতুল মসজিদ অর্থাৎ কিশোরদের মসজিদমুখী করার এই উদ্যোগ নিয়েছে Mirpur DOHS Central Mosque।
যে সকল কিশোররা টানা ৪০ দিন এশা ও ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করেছে তারা পাচ্ছে এই পুরস্কার।
আল্লাহ তাদের এই আমল সারা জীবনের জন্য কবুল করে নিন আর দুনিয়া এবং আখেরাতে তাদের সফল করুন।
২০২১ সালের এই আয়োজনে ৯৩ টি সাইকেল পেয়েছিল। ২০২২ সালের আয়োজনে পাচ্ছে ২৩০ টি সাইকেল।
টানা ৪০ দিন এশা এবং ফজরে বাচ্চাদের কিচিরমিচিরে মুখরিত ছিল এই মসজিদ। সামনের দিনগুলোতেও যেন এই আমল ধরে রাখতে পারে, আল্লাহ সবাইকে সে সুযোগ-সক্ষমতা দান করুক- আমীন।
এমন চমৎকার উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলে আসলেই সাধুবাদ পাওয়ার যোগ্য। 🤗