মোঃখাইরুল বাসার নাঈম,আশুলিয়া থানা প্রতিনিধি
পরস্পর ফাউন্ডেশন একটি অন্যতম ব্লাড ফাউন্ডেশন হিসেবে আশুলিয়াতে পরিচিত। যাদের অন্যতম কাজ সমাজের অন্যায়,মাদক ও অসহায়দের পাশে থাকা।এই ফাউন্ডেশন এর অছিলায় হাজারো রুগীর রক্তের অভাব পুরোন হয়েছে।আজ ফাউন্ডেশন এর অন্যতম দাইত্বশীল সেচ্ছাসেবী বাবু ৭ম বারের মতন ব্লাড ডোনেট করলেন এশিয়ান হসপিটাল এ।এর মধ্য দিয়ে একজন বৃদ্ধ বাবা ১ ব্যাগ রক্ত পেয়ে গেলো। এ বিষয়ে বাংলাদেশ নিউজ ২৪. কম কে পস্পর ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাবু বলেন, শুধু ব্লাড ডোনেটই নয় আমরা সমাজের সকল সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই।