মেসির জোড়া গোল আর এসিস্টে স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে বার্সালোনা। শেষ ম্যাচে কাদিজের বিপক্ষে হোঁচট খাওয়ার পর গতরাতে এলচের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা।
বার্সালোনার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সা জিতেছে ৩-০ গোলে। ম্যাচে জোড়া গোল করেছেন বার্সার সেরা তারকা লিওনেল মেসি। একটি গোল করেছেন জর্দি আলভা।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৮ মিনিটে ব্রেথওয়েটের এ্যসিস্টে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। ডি ইয়ং এর এ্যসিস্টে ৬৮ মিনিটে মেসিরই দ্বিতীয় গোলে লিড বাড়ায় বার্সা।
মেসির বাড়ানো লং শর্টে ব্রেথওয়েট আলতো হেডে বাড়িয়ে দেন আলবার দিকে ৭৩ মিনিটে, আলভা গোল করে বার্সার বড় জয় নিশ্চিত করেন।
Leave a Reply