বাংলাদেশ পুলিশের আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ৮৭৫ জন প্রার্থীর মেডিক্যাল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বর্ণিত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হলেই প্রার্থীগণকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
এবারই প্রথমবারের মতো সম্পূর্ণ আধুনিক এবং ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা এর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করা হবে, ফলে একজন সুযোগ্য, শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং সক্ষম প্রার্থীকে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
তবে প্রার্থীগণকে এ ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বেই প্রেস বিজ্ঞপ্তির অন্যান্য আবশ্যকীয় নির্দেশনাবলি প্রতিপালনসাপেক্ষে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য যে, কেউ পরীক্ষায় নির্ধারিত তারিখ বা সময় অনুযায়ী উপস্থিত না হলে তিনি চাকরি করতে আগ্রহী নন মর্মে বিবেচিত হবেন।
Leave a Reply