বাংলাদেশের প্রত্যেকটি থানায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীকী ম্যুরাল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ১৭ই জুলাই ২০২২, রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পর পুলিশের জন্য, পুলিশের উন্নয়নে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং পুলিশের উদ্দেশে বিভিন্ন সময় যেসব পরামর্শ ও নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন—তা বাংলাদেশ পুলিশের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাই প্রত্যেক থানায় বঙ্গবন্ধুর প্রতীকী ম্যুরাল থাকা প্রয়োজন বলে বলে আমি মনে করি।’দেশের জন্য অবিরাম কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে পরবর্তী প্রজন্মের উদ্দেশে জনাব হাবিবুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় সমৃদ্ধ হয়ে যেন তারা এগিয়ে যায়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেন তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকে।’
অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন সানাউল্লাহ সানুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে দেশ পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও মুক্তিযুদ্ধের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে ওঠার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। ডিআইজি হাবিবুর রহমান কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক, শিক্ষক সমাজসহ সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া কিশোররা আমাদের সমাজেরই সন্তান। তাদের অপরাধ ও মোবাইলফোন কেন্দ্রিক অপসংস্কৃতি থেকে সঠিক পথে ফিরিয়ে আনা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব। এই কিশোরদের ভেতরে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।’
Leave a Reply