‘পরাণ’ গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা ‘পরাণ’।
তাই তো আজ ২৩/০৭/২২ইং বিকেলে সবার আগে সিনেমা হলে হাজির ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ ও তাঁর দুই মেয়ে। এরপর এলেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তারপর একে একে তারার মেলা; সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, মিশা সওদাগর, চয়নিকা চৌধুরী, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা।
কিন্তু অপেক্ষা যেন শেষ হয় না, বিকেল সাড়ে ৪টার কিছু পরে ‘পরাণ’ সিনেমার নায়ক শরিফুল রাজ এলেন তাঁর ব্যক্তিজীবনের নায়িকা পরী মণিকে নিয়ে। ৮ মাসের অন্তঃসত্ত্বা পরীর জন্য বিশেষ নিরাপত্তাও লক্ষ করা গেল সিনেমা হলে। সিনেমা হলে দেখা মিলল পরীর নানাসহ রাজের পরিবারের সদস্যদের।
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘পরাণ’।
দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে সিনেমাটি বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা অভি কথাচিত্র। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।
২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।
Leave a Reply