জাপানের রাজধানী টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার (২৩ জুলাই) আবারও মেসি-নেইমার এমবাপ্পেদের দেখতে অধীর অপেক্ষায় ছিল সূর্যোদয়ের দেশের ফুটবলপ্রেমীরা। উরওয়া রেডসকে পিএসজি ৩-০ গোলে পরাজিত করে। প্রথমার্ধে ম্যাচের ১৬ মিঃ পাবলো সারাবিয়া প্রথম গোল করেন, সহায়তা করলেন ইকার্দি, দ্বিতীয় গোলটি ৩৫মিঃ করলেন এমবাপ্পে, সহায়তা করলেন বার্নেট এবং তৃতীয়টি করলেন ৭৬ মিঃ আরনাউড মুইঙা আর সহায়তা করলেন এন মেন্ডেস। সাফল্যের স্বপ্ন গালতিয়েরের মেসি, নেইমার ও এমবাপ্পে ত্রয়ীকে নিয়েই সাফল্যের ।
Leave a Reply