মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২জন গ্রেফতার।
চট্টগ্রাম প্রতিনিধি সাদমান
★ মীরসরাই থানার অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ২৯/১০/২০২২ইং তারিখ ১৭.৪০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্তর্গত ০১নং ওয়ার্ডের গাছবাড়ীয়া সাকিনস্থ হাদী ফকিরহাট সংলগ্ন জনৈক নূর শাহ ফকির বাড়ীর প্রবেশ পথের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর হতে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। রহমত উল্লা(৩৫), পিতা-মৃত মতিউর. রহমান, মাতা-মৃত ফিরোজা খাতুন, সাং-ক্যাম্প নং-০২/W, এ, ব্লক-এ/১, কুতুপালং ক্যাম্প, থানা-উঁখিয়া, জেলা-কক্সবাজার, ০২। নুর কালিমা(১৯), স্বামী-মোঃ ইসমাইল, পিতা-কবির আহাম্মদ, মাতা-নুর জাহান,সাং-হাবিবছড়া, ০১নং ওয়ার্ড, টেকনাফ ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী ০৩। মোঃ আমজাদ হোসেন রাসেল, পিতা-আবু নছর, সাং-উত্তর ওয়াহেদপুর, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামদেরকে ধৃত করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২জন গ্রেফতার।
চট্টগ্রাম প্রতিনিধি সাদমান
★ মীরসরাই থানার অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ২৯/১০/২০২২ইং তারিখ ১৭.৪০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্তর্গত ০১নং ওয়ার্ডের গাছবাড়ীয়া সাকিনস্থ হাদী ফকিরহাট সংলগ্ন জনৈক নূর শাহ ফকির বাড়ীর প্রবেশ পথের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর হতে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। রহমত উল্লা(৩৫), পিতা-মৃত মতিউর. রহমান, মাতা-মৃত ফিরোজা খাতুন, সাং-ক্যাম্প নং-০২/W, এ, ব্লক-এ/১, কুতুপালং ক্যাম্প, থানা-উঁখিয়া, জেলা-কক্সবাজার, ০২। নুর কালিমা(১৯), স্বামী-মোঃ ইসমাইল, পিতা-কবির আহাম্মদ, মাতা-নুর জাহান,সাং-হাবিবছড়া, ০১নং ওয়ার্ড, টেকনাফ ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী ০৩। মোঃ আমজাদ হোসেন রাসেল, পিতা-আবু নছর, সাং-উত্তর ওয়াহেদপুর, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামদেরকে ধৃত করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।