শাহিনুর রহমান শাহিন (যশোর প্রতিনিধি):
যশোরের ডিবি পুলিশের অভিযান পরিচালনা করেন এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিকাল সাড়ে ৪ ঘটিকায় চৌগাছা থানাধীন মাশিলা সাকিনস্থ জনৈকা বেগম (৭০) এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে মাশিলা বাজার টু কংশারীপুর গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) রাসেল (২১), পিতামৃত- খোকা জাহাঙ্গীর, সাং- মাশিলা, থানা- চৌগাছা, জেলা-যশোরকে ১.৫ (দেড়) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে বাংলাদেশ সময় ২৪ কে জানান।