আজ সন্ধ্যা ৭.১৫ অনুষ্ঠিতব্য বার্সেলোনা বনাম সেভিলার মধ্যকার খেলায় বার্সেলোনা ২-০ গোলে শক্তিশালী সেভিলাকে পরাজিত করে।
আজকে অদ্যকার ম্যাচের জয়ের রুপকার লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিটে দূর্দান্ত পাসিং ওসমান ডেম্বেলের উদ্দেশ্য আর ওমনি
ডেম্বেলে গোল কিপার বোনের ডান পায়ের নিচ দিয়ে জালের ঠিকানা খুঁজে নেয়।
এরপরও জর্দি আলবা,ডেস্ট সহজ দুটো গোলের সুযোগ মিস করে কিন্তু মেসির কারিশমা তখনও বাকি।
খেলার ৮৫ মিনিটে কয়েকজন ডিফেন্ডারের ফঁাক দিয়ে গোলকিপার বোনোকে আবারও পরাস্ত করে লা লিগায় নিজের ১৯ তম গোলটি করে পি সি সি ট্রপি নিজের করার জায়গাটা আরেকটু শক্ত করে নেয়।
৩রা মার্চ কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ক্যাম্প নু-তে আবার মুখোমুখি হবে তারা যদিও প্রথম লেগে বার্সেলোনা ২-০ গোলে পিছিয়ে আছে।
কোপা ডেল রে তে টিকে থাকতে হলে সেভিলাকে নূন্যতম ৩-০ গোলে হারাতে হবে যা অনেক কঠিন তারপর ও বার্সেলোনা বলে কথা।
Leave a Reply