গতকাল ২৭/০৩/২০২৪ ইং গাজীপুরে অপহরণ ও সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার – করেছে র্যাব – ১ । গাজীপুরের নীলের পাড়া এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি নূরে আলম সিদ্দিকী নাজিম ভিকটিমকে ইজিবাইকে উঠিয়ে আসামি নিজ বসতবাড়িতে নিয়ে যায়। অত্যন্ত সুকেীশলে ভিকটিমকে তার বাজারের ব্যাগ ঘরের ভেতরে নিয়ে যেতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে বাজারের ব্যাগ ঘরে নিয়ে যাওয়ার সাথে সাথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ঘরের ভিতরে দুই জন আসামি ফয়সাল ও নাজমুল ভিকটিমকে চড় থাপ্পড় এবং কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে এবং ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা কেড়ে নেয় ও অলিখিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ভিকটিমের ইজিবাইকটি আসামিদের হেফাজতে নিয়ে চোখ ও হাত পা বেধে অজ্ঞাতনামা প্রাইভেটকারে ভিকটিমকে জোরপূর্বক উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ঘটনার বিষয় গোপন রাখতে বলে এবং কোন ভাবে প্রশাসনের আশ্রয় নিতে নিষেধ করা সহ প্রাণনাশের হুমকি প্রধান করে।পরবর্তীতে র্যাব-১ কর্মকর্তারা এই চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, তাদের কাছে ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশসহ মোট আটটি মোবাইল ফোন উদ্ধার করে।
Leave a Reply