করোনায় দুই পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক
করোনায় বাংলাদেশ পুলিশের দুই গর্বিত সদস্য সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়া ও কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি এক শোকবাণীতে বলেন, করোনা সংক্রমণ রোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর সদস্যরা। জনগণকে সুরক্ষা দিতে গিয়ে দায়িত্ব পালনকালে আজ জীবন দিলেন আমাদের আরও দুই বীর সদস্য, সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়া এবং কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ। দেশ ও জাতির কল্যাণে প্রাণ বিসর্জন দিয়ে এ বীর সেনানীরা সহকর্মীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইলেন। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
আইজিপি তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Leave a Reply