কোন ভাবেই হলো না সুপার ক্লাসিক, রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভঙ করে অ্যাতলেটিকো বিলবাও এখন ফাইনালে তাই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রাতে মাঠে নামবে বার্সালোনা। অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে রাত ২টায়। সেভিয়ার মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
ম্যাচের আগে বার্সালোনা তারকা লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সে ফাইনালে খেলবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা ভক্তদের। তবে বার্সা কোচ এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন মেসির উপরই।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেনি মেসি। তবে ফাইনালের আগে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি। তাই কোম্যানের আশা মেসিকে পাবেন।
কোম্যান বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত মেসিই নিতে পারবে। সে জানে তার শরীর কেমন। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তার অবস্থা। আমরা আশাকরি সে ফাইনালে খেলবে। যদি আপনার সেরা খেলোয়াড় থাকে তাহলে আপনার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। আর তার চেয়েও বেড়ে যাবে যদি বিশ্বের সেরা খেলোয়াড়কে আপনি পান।”
Leave a Reply