আগামীকাল সন্ধ্যা ৭.১৫ মিঃ শুরু হবে বার্সেলোনা বনাম সেভিলার খেলা। শেষ ম্যাচে কোপা ডেল এ বার্সলোনাকে ২-০ গোলে হারিয়েছে ইভান রাকিতিচ এর সেভিলা,
যে কিনা শেষ মৌসুমে বার্সেলোনার হয়ে দীর্ঘ দিন খেলেছে।
এখন দেখার বিষয় কালকের ম্যাচে বার্সেলোনা সেই হারের বদলা নিতে পারে কিনা
শেষ ম্যাচে সেরা তারকা মেসির জোড়া গোল এবং এ্যসিস্টে জয়ের ধারায় বার্সলোনা ।
স্পেনিশ লিগের এই ম্যাচে বার্সেলোনা বদলার পাশাপাশি আগামী ৩রা মার্চ কোপা ডেল রে তে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে তারা,
যার সব রকম পরিকল্পনা ও ম্যাচ জেতার জন্য নিজেদের তৈরি করতে পারবে বলে ফুটবল বোদ্ধারা মনে করেন।
Leave a Reply