গাজীপুরে ১০৬ কেজি গাঁজাসহ আলোচিত দুই মাদক কারবারি মোঃ রাহিম মোল্লা (২০) ও মোঃ আবুল বাশার (৩৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন র্যাব-১ এর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানী। বুধবার সন্ধ্যা সাতটায় গাজীপুর জেলার সদর থানার পোড়াবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুজন হলেন, মোঃ আবুল বাশার (৩৯) পিতা-মোঃ চারু মিয়া ও মোঃ রাহিম মোল্লা (২০) পিতা-মোঃ শাহাজান মোল্লা দুজনই ব্রাহ্মণবাডিয়া জেলার কসবা থানার বায়েক উত্তরপাড়া গ্রামের সন্তান। বৃহস্পতিবার দুপুর দেড়টায় গণমাধ্যমে পাঠানো গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply